ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : জেলার পলাশবাড়ী পৌরসভার আয়োজনে ২০২৪-২০২৫ অর্থবছরে ৬৭ কোটি ৪৩ লাখ ৯০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
২৫ জুন মঙ্গলবার দুপুরে পলাশবাড়ী পৌরসভার অস্থায়ী কার্যালয়ে পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব এ প্রস্তাবিত বাজেট ঘোষনা করেন।
২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষনার আগে পৌরসভার প্রকৌশলী মো. মর্তুজা এলাহী পৌরসভার প্রস্তাবিত বাজেট সমূহের বিস্তারিত উপস্থাপন করেন। এ বাজেটে পলাশবাড়ী পৌরসভাকে খ শ্রেনীতে উন্নত করণ,পৌর ভবন নির্মাণ, বঙ্গবন্ধু স্কয়ার নির্মাণ, পৌরসভার ৩০ কিলোমিটার রাস্তার পাকা করণ, ১০ কিলোমিটার রাস্তা সংস্কার, ১৫ কিলোমিটার ড্রেন নির্মাণ, রাস্তায় ৫ শত সোলার বাতি স্থাপন,পৌর কমিউনিটি সেন্টার নির্মাণ,পাবলিক টয়লেট নির্মাণ,পৌর এলাকায় ডাষ্টবিন নির্মাণ,পৌরসভায় সামাজিক বনায়নের আওতায় বৃক্ষরোপন ও মডেল পৌরসভা প্রতিষ্ঠা করার পরিকল্পনা গৃহিত হয়।
বাজেট ঘোষনার এসময় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু নির্মল মিত্র, পৌরসভার প্যানেল মেয়র - ২ আসাদুজ্জামান শেখ ফরিদ,পৌর প্যানেল মেয়র-৩ মোছা. শাহীনুর বেগম, পৌর কাউন্সিল’র মাহমুদুল হাসান, মতিয়ার রহমান, লিটন মিয়া, রবিউল ইসলাম সুমন, আজাদুল ইসলাম মন্ডল, মোছা. জান্নাত আরা শিরিন, মোছা. সাজেদা বেগম,পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক দুদু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ছাড়াও পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।