ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি:দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার জোতবানি ইউনিয়নের আঞ্চলিক সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হারুনুর রশিদ (৩৮) নামে ১জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
রবিবার (২৩ জুন) আনুমানিক দুপুর ১২ ঘটিকায় বিরামপুর উপজেলার জোতবানি ইউনিয়নের হরিরামপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। স্থানীয়রা মোটরসাইকেল আরোহীকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় হারুনুর রশিদ মৃত্যুবরণ করেন। মৃত হারুনুর রশিদ দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার জোতবানি ইউনিয়নের আমাইল গ্রামের আশরাফ আলী মন্ডলের ছেলে।
পরিবার সূত্রে জানাযায়, হারুনুর রশিদ ঈদের পর আমাইল নিজ গ্রাম থেকে মটরসাইকেল নিয়ে বোনের শ্বশুরবাড়ি একইর মঙ্গলপুর গ্রামে যাওয়ার পথে কেটরাহাট বাজারের উত্তর দিকে হরিরামপুর এলাকায় অপর মটর সাইকেল আরোহীর সাথে মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে।এ দূর্ঘটনায় মৃতের পরিবারে শোকের ছায়া নেমে আসে।
এবিষয়ে মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশের সূরত হাল শেষে পরিবারের নিকট লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিরামপুর থানার এসআই শাহিন।