Type Here to Get Search Results !

বিরামপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 
সোমবার(১০ জুন)বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মুরাদ হোসেন, বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু ও আতাঊর রহমান, পৌর মেয়র (ভার:) আবুল কালাম বকুল, বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রসুল রাখি,বিরামপুর প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক, সাংবাদিক হাফিজ উদ্দীন, উপজেলা আওয়ামীলীগের (সাবেক) সিনিয়র সহসভাপতি শিবেশ কুন্ডু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি উপাধ্যক্ষ শাহজাহান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আব্দুস সালাম, বিনাইল ইউপি চেয়ারম্যান হুমায়ন কবীর বাদশা, বিজিবি প্রতিনিধিদ্বয়। সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বিভাগ