বদরুদ্দোজা বুলু: পার্বাতীপুরে পিতা-মাতা ও পরিচর্চাকারীদের দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ আজ সোমবার ১০ জুন সকালে সংস্থাটির হলরুমে অনুষ্ঠিত হয়।
পার্বতীপুরের স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা কাম টু ওয়ার্ক (সিটিডাব্লিউ) এর বাস্তবায়নে লিলয়ান ফন্ডস সিডিডি সহযোগিতায় চাইল্ড ইম্পাওয়ারম্যান্ট প্রোগ্রাম এ সভাপতিত্ব করেন সংস্থাটির নির্বাহী পরিচালক মতিউর রহমান। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর থেকে প্রকাশিত দৈনিক উত্তর বাংলা পত্রিকার সাংবাদিক (পুরস্কারপ্রাপ্ত) বদরুদ্দোজা বুলু।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত পিতা-মাতার মাঝে ডাউন সিনড্রোম শিশুদের পরিচর্চা বিষয়ক বক্তব্য উপস্থাপন করেন সংস্থাটির ফিজিও সাজ্জাদুর রহমান। এ পশিক্ষণে ৫০ জন প্রতিবন্ধীর পিতা-মাতা উপস্থিত ছিলেন।