Type Here to Get Search Results !

চিলাহাটিতে মে দিবস পালিত

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : সারা দেশের ন্যায় নীলফামারী জেলার চিলাহাটিতে মহান মে দিবস ও শ্রমিক সংহতি দিবস উপলক্ষে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল ৯টার দিকে শ্রমিক সংগঠন গুলো তাদের দলীয় কার্যলয়ে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসটির সূচনা করে। পরে র‌্যলি, আলোচনা সভা, মিলাদ মাহফিল,দোয়া ও তোবারক বিতরণের মধ্যদিয়ে দিবসটি পালিত করেন।
র‌্যালি শেষে নির্মান শ্রমিক ইউনিয়ন অফিস কার্যালয়ে বক্তব্য রাখেন- সভাপতি মাহাবুবুল আলম ওহাবুল, সহ-সাধারণ সম্পাদক আজম আলী প্রমানিক। ভোগডাবুরী ও কেতকীবাড়ী ইউনিয়নের জাতীয় রিকসা-ভ্যান শ্রমিক-লীগ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- সভাপতি আলমগীর হোসেন। এছাড়াও চিলাহাটি মটর শ্রমিক ইউনিয়ন, মাইক্রো- বাস শ্রমিক ইউনিয়ন, কুলি শ্রমিক ইউনিয়ন, শ্রমিক লীগসহ বিভিন্ন সংগঠন যথাযথ মর্যাদায় দিবসটি পালন করে।