Type Here to Get Search Results !

পীরগঞ্জে বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা সভা

শেখ সমশের আলী, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে রবিবার বিকেলে বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এর আয়োজন করেন। মায়ের গুরুত্ব ও বিশ্ব মা দিবসের তাৎপর্য সম্পর্কে গুরুত্বপূর্ণ ও দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন আলোচনা সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রমিজ আলম।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাকিবুল হাসান, তথ্য সেবা কর্মকর্তা মোছাঃ মুন্নি আক্তার, দৈনিক জনকন্ঠ পত্রিকার পীরগঞ্জ নিজস্ব সংবাদদাতা মোঃ মোশাররফ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের মোঃ আশরাফ আলী, মোঃ মনজুর আলম, মোছাঃ ফেন্সি বেগম, সুবিধাভোগী ফরিদা পারভীন, উপকার ভোগী সুরাইয়া বেগম প্রমুখ। এছাড়া বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সভায় উপস্থিত ছিলেন।
বিভাগ