Type Here to Get Search Results !

পীরগঞ্জ থানায় ৫ মাসে মাদক কারবারীসহ ২৮৬ জন গ্রেফতার

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : গত ৫ মাসে পীরগঞ্জ থানা পুলিশ ১১৫ মাদক কারবারী সহ ২৮৬ জন অপরাধীকে গ্রেফতার করেছে। মাদক ও বিভিন্ন ফৌজদারী অপরাধ নিয়ন্ত্রণে পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম নিরলশ ভাবে কাজ করছেন বলে একাধিক সূত্রে জানা গেছে।
তার যোগদানের পর থেকেই পীরগঞ্জ থানায় সেবার মান বেড়েছে। পুলিশ জনগণের বন্ধু হয়ে কাজ করছেন বলে শনিবার পীরগঞ্জ পৌর এলাকার মিত্রবাটি মহল্লার আব্দুল হান্নান হয়রানী মুক্ত পুলিশ সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
এছাড়া পীরগঞ্জ থানার চৌকশ পুলিশ স্টাফ ঠাকুরগাঁওয়ের জনবান্ধব পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক ও পীরগঞ্জ থানার ওসি খায়রুল আনামের বলিষ্ঠ নেতৃত্বে জনগণ কে বিভিন্ন ধরনের পুলিশি সেবা দিচ্ছেন। পীরগঞ্জ থানা সূত্রে জানা যায় ২০২৩ সালের ডিসেম্বর মাস থেকে ২০২৪ সালের এপ্রিল মাস পর্যন্ত এ থানায় ১১৫ জন মাদক কারবারী, ১৭১ জন বিভিন্ন মামলার আসামী সহ মোট ২৮৬ জন কে গ্রেফতার করেন। এছাড়া ১৩ জন ভিকটিম কে বিভিন্ন জায়গা থেকে পুলিশ উদ্ধার করেন। এছাড়া ১৬টি নন—এফআইআর প্রসিকিউশন, ২২৭টি গ্রেফতারী পরোয়ানা নিষ্পত্তি, ২৮টি চুরি হওয়া মোবাইল সেট উদ্ধার, ১৭২টি মামলা নিষ্পত্তি করা সহ নানা প্রশংসনীয় কাজ করেছেন পীরগঞ্জ থানা পুলিশ। বর্তমান পীরগঞ্জ পৌর এলাকা সহ ১০টি ইউনিয়নের মানুষ অনেক নিরাপদে রয়েছে।
এ থানার আইন শৃঙ্খলার পরিস্থিতি যথেষ্ট ভাল। ফৌজদারী অপরাধ অনেকাংশে কমে যাওয়ায় মানুষ নিরাপদে রয়েছে। থানা অফিসার ইনচার্জ মোঃ খায়রুল আনাম জনগণের সেবা নিশ্চিত করার যে উদ্যোগ গ্রহণ করেছেন তা প্রশংসনীয় বলে সুশীল সমাজ ও আম জনতা মনে করেন। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ খায়রুল আনাম জানান, পুলিশ জনগণের বন্ধু। জনগণকে সেবা দিতে পুলিশ বদ্ধ পরিকর। সেই লক্ষ্যে আমরা নিরলশ ভাবে কাজ করছি।
বিভাগ