Type Here to Get Search Results !

ডিমলায় ঝড়ে বিধস্ত তিন শতাধিক ঘরবাড়ি

মাজহারুল ইসলাম লিটন,ডিমলা(নীলফামারী)ঃ নীলফামারীর ডিমলায় হটাৎ ঝড়ে একটি ইউনিয়নের প্রায় তিন শতাধীক ঘরবাড়ি লন্ডভন্ড। খালিশা চাপানি ইউপি চেয়ারম্যান শহিদুজ্জামান সরকার কেঞ্জুল বলেন,বৃহস্পতিবার হটাৎ খালিশা চাপানী এলাকার কাকিনা বাজার, ছোটখাতা, বাইশপুকুর এলাকায় কালবৈশাখী ঝড়ে গাছচাপা পড়ে আহত হয়েছেন প্রায় দশজন, বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে, ঝড়ে বিদ্ধস্ত হয়েছে অনেক আধাপাকা ও টিনশেড উড়ে নিয়ে গেছে তিন শতাধিক ঘরবাড়ি। বিদ্ধস্ত ঘরবাড়ীর লোকজন খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা বলেন, নাউতারা ও ঝুনাগাছ চাপানি ইউনিয়নের ঝড়ে ঘরবাড়ী বিদ্ধস্তের খবর পেয়েছি। ক্ষতিগ্র¯তদের তালিকা প্রনয়নে কাজ চলছে।
বিভাগ