বদরুদ্দোজা বুলু:পার্বাতীপুর পৌরসভার পোড়াভিটা (মুশাহারপাড়া) এলাকায় আজ বৃহষ্পতিবার বিকেলে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা কাম টু ওয়ার্ক (সিটিডাব্লিউ) বাস্তবায়নে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর সহযোগিতায় সেমিপাকা টয়লেট (স্যানিটেশন) উদ্বোধন করেন পার্বতীপুর পৌর মেয়র আমজাদ হোসেন। এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা খাতুন। এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থাটির নির্বাহী পরিচালক মতিউর রহমান। উল্লেখ্য এ মুশাহারপাড়ায় ১৬ টি সেমিপাকা টয়লেট (স্যানিটেশন) ণির্মান করা হবে। অনুষ্ঠানটি সঞ্চালন করেন সংস্থাটির ফিজিও থেরাপি সাজ্জাদুর রহমান।