কলমেঃ সালমা বেগম
"! মা !" কথাটি মিষ্টি অতি,
সৃষ্টি কর্তার দান।
মায়ের নামটি মুখে নিলে,
শীতল হয় প্রান।
!"মা!"গো তুমি মমতার প্রতীক,
স্নেহ মায়ায় ঘেরা।
পবিত্রময় শব্দ তুুমি,
সবার চেয়ে সেরা।
তোমার জন্য! "মা!"গো আমি,
দেখলাম যে এই বিশ্ব।
একটু কস্ট পেলে! "মা!"গো,
হয়ে যাই যে নি:স্ব।
!"মা!"গো তুুমি মমতাময়ী,
আলোর মহিমা।
মনের মাঝে লুকিয়ে থাকা,
ভালোবাসার প্রতিমা।
!"মা!"গো তুমি সুখে দু:খে,
থাকো যদি পাশে।
তোমার ছোঁয়ায় পরশ মেলে,
শান্তির ঘুম যে আসে।
!"মা!"গো তোমার পায়ের নীচে,
স্বর্গ আছে দেওয়া।
তোমার মন'টি পেলে" ! মা!"গো,
স্বর্গ হবে পাওয়া।