Type Here to Get Search Results !

উলিপুরে আন্তর্জাতিক নার্সেস দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, অর্থনৈতিক শক্তি, নার্সিং সেবার ভিত্তি” এ স্লোগানকে ধারণ করে উলিপুরে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হলরুমে, নার্সিং অফিসারবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হারুন অর রশীদ।বক্তব্য রাখেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মেহেরুল ইসলাম নার্সিং সুপারভাইজার পারুলা বেগম , সিনিয়র স্টাফ নার্স মুশফিকা নার্গিস, মাহাবুবা বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিসংখ্যানবিদ মো: শহিদুর রহমান প্রমুখ।
বিভাগ