আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার সবচেয়ে বড় ঈদগায় ময়দান চিলাহাটির সব্দিগঞ্জে।
ঈদগাহ ময়দানে একসঙ্গে প্রায় ৬০ হাজার মানুষ ঈদের নামাজ আদায় করে।
ময়দান কর্তৃপক্ষ জানিয়েছে, ১৭১২ সালে এ ময়দানে ঈদের নামাজ শুরু হয়। এখন ৫১ বিঘা জমির ওপর ময়দানটির সম্প্রসারণ ঘটেছে। ময়দানের ৭৬টি কাতারে নামাজে অংশগ্রহণ করেন মুসল্লিরা।
প্রতি কাতারে অংশ নিতে পারেন প্রায় ৫০০ জন। এ ঈদগাহ ময়দানেভোগডাবুড়ি ইউনিয়নের শব্দিগঞ্জ এলাকার এ ময়দানে ভোগডাবুড়ি এবং পার্শ্ববর্তী পঞ্চগড় জেলার বোদা উপজেলার বড়শশি ইউনিয়নের মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। এর চেয়ে বড় ঈদ জামাত নীলফামারীতে আর হয় না।
চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ মশিউর রহমান চিলাহাটি ওয়েবকে জানান- আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদ্যাপনে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে এবং ঈদগাহ ময়দানে নির্বিঘ্নে নামাজ আদায়ে পুলিশ দায়িত্ব পালন করবে।
বিশেষ করে শব্দিগঞ্জ ময়দানটি অনেক বড় হওয়ায় সেখানে অতিরিক্ত নজরদারি রাখা হয়েছে বলে তিনি এ কথা জানান।