Type Here to Get Search Results !

ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

মাহমুদ আহসান হাবিব ঠাকুরগাঁও: “স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায়, নানান আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস দীন ব্যাপী পালন করা হয়েছে। 
ঠাকুরগাঁওয়ে জাতীয় আইন সহায়তা দিবস ২০২৪ দিন ব্যাপী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বেলুন উড়িয়ে আজ রবিবার সকালে জেলা জজ কোর্ট চত্বর থেকে একটি বণার্ঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে র‍্যালিটি শেষ হয়। র‍্যালি শেষে জেলা লিগ্যাল এইড এর চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোঃ সাইফুজ্জামান হিরো এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক জনাব মোঃ মাহবুবুর রহমান, জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, বিভিন্ন সরকারি কর্মকতার্/কর্মচারিগণ এবং জেলা আইনজীবীগণ সহ লিগ্যাল এইড থেকে উপকারভোগীরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষ্যে সারাদিন ব্যাপী জনসাধারণের জন্য লিগ্যাল এইড মেলা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, বিনামূল্যে চক্ষু পরীক্ষা, আইনি সুরক্ষা কর্মসূচীসহ সাতটি স্টলে সকলের জন্য উম্মুক্তভাবে এ সেবাগুলো প্রদান করা হয়।
বিভাগ