Type Here to Get Search Results !

খানসামায় ৮ জুয়ারু গ্রেফতার

এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী মাগুরমারী এলাকা থেকে ডাবু খেলার সরঞ্জামদিসহ এক ইউপি সদস্যসহ ৮ জুয়ারুকে আটক করেছে থানা পুলিশ। 
শুক্রবার (২৬ এপ্রিল) রাতে উপজেলার মাগুরমারী উচ্চ বিদ্যালয় এলাকায় ভুট্টা ক্ষেত থেকে ০৮ জুয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ। পরে শনিবার (২৭ এপ্রিল) তাদের আদালতে সোপর্দ করা হয়। আটক আটজন হচ্ছেন নীলফামারী সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের ওয়াহেদ শেখের ছেলে ইউপি সদস্য মাজেদুল ইসলাম মানিক (৩৮) ও হারোয়া মিশনপাড়া এলাকার মৃত হাফেজ উদ্দিন এর ছেলে নুরল ইসলাম মাশান(৬০), সৈয়দপুরের বোতলাগাড়ী ইউনিয়নের মৃত নশেদুল্ল্যাহ সরকারের ছেলে ফজলুল হক (৫১), চিরিরবন্দরের সাতনালা ইউনিয়নের মৃত ফরমান আলীর ছেলে মোকলেছুর রহমান (৫৫), খানসামা উপজেলার টংগুয়া মাঝাপাড়ার ধীরেন্দ্রনাথ রায়ের ছেলে সুধীর চন্দ্র রায়(৪২), টংগুয়া মতিশাপাড়ার অতুল রায়ের ছেলে নারায়ণ রায়(২১), টংগুয়া মাঝাপাড়ার বাবুল রায়ের ছেলে মানিক চন্দ্র রায় (২০) এবং টংগুয়া জোদ্দারপাড়ার অর্জুন রায়ের ছেলে অনিমেষ রায় (২০)। 
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাগুরমারী স্কুলের পিছনে পরিত্যক্ত জায়গায় দীর্ঘদিন ধরে জুয়ার আসর চলে আসছিল। এটি বন্ধে গোপন সংবাদের ভিত্তিতে খানসামা থানা পুলিশ শুক্রবার (২৭ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে ০৮ জন জুয়ারুকে গ্রেফতার করেছে। বিষয়টি নিশ্চিত করে খানসামা থানাট অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, আটক জুয়ারুদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু সাপেক্ষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জুয়া মুক্ত খানসামা উপজেলা গড়তে তথ্য দিয়ে সেবা নিন।
বিভাগ