শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করার সময় মাদক সহ এক কারবারীকে গ্রেফতার করেছে।
শুক্রবার রাতে পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের খামার সেনুয়া মহল্লায় থানা সেকেন্ড অফিসার এস.আই হালিম, এস.আই রতন, এস.আই হামিদুল, এস.আই মিরাজ ও সঙ্গীয় ফোর্স জহির উদ্দীন মাষ্টারের বাড়ির সামনে কাচা রাস্তার উপর অভিযান চালিয়ে মাদক কারবারি হামিদুল ইসলাম (৪৫) কে আটক করে।
ওই সময় তার কাছ থেকে পুলিশ ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৩ পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার করা সহ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে ওই দিন রাতে পীরগঞ্জ থানায় মাদক আইনে মামলা হয়েছে।