Type Here to Get Search Results !

চিলাহাটিতে আমের মুকুলে ভরে গেছে গাছ, বেশি ফলনের সম্ভাবনা

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে আমের মুকুলে ভরে গেছে গাছ। রঙিন বনফুলের সমারোহ প্রকৃতি যেমন সেজেছে বর্ণিল সমাজে।
গ্রামবাংলার সর্বত্রই এখন এমনই দৃশ্য। মৌমাছির গুণগুণ শব্দে ফুলের রেণুকা থেকে মধু সংগ্রহ আর প্রজাপতির এক ফুল থেকে আরেক ফুলে পদার্পণ এ অনুরুপ প্রাকৃতিক দৃশ্য সত্যিই যেন মনোমুগ্ধকর এক মুহূর্ত। গতবছরের তুলনায় এবার বেশি ফলনের আশা দেখছেন এলাকাবাসী।
বসন্তের আগমনের মধ্য দিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় সৌরভ ছড়াচ্ছে আমের মুকুল। সুমিষ্টি ঘ্রাণে মৌ মৌ করছে প্রকৃতি। এ যেন মুকুলের স্বর্গরাজ্য। বসন্তের শুরু থেকেই মুকুলে মুকুলে শোভা পাচ্ছে পুরো উপজেলার আম গাছগুলো। ষড়ঋতুর এই বাংলাদেশে পাতাঝরা ঋতুর রাজা বসন্ত।
প্রতিবারের মতো শীতের জড়তা কাটিয়ে কোকিলের সেই সুমধুর কুহুতানে মাতাল করতে আবারও ফিরে এলো ঋতুরাজ বসন্ত।
চিলাহাটির বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সদ্য মুকুল ফোটা দৃশ্য এখন ইট পাথরের শহর থেকে শুরু করে বিস্তৃত গ্রাম্য জনপদেও। বেশির ভাগ ইউনিয়ানের গ্রামগুলোতে মুকুলে ছেয়ে গেছে।