পার্বতীপুর প্রতিনিধি : পার্বতীপুরে জাতীয় ডাউন সিনড্রোম দিবস পালিত হয়েছে। গতকাল ২১ মার্চ পার্বতীপুরের স্থানীয় বেসরকারি উন্নয়ন মূলক প্রতিষ্ঠান কাম টু ওয়ার্ক (সি টি ডাব্লিউ) এর আয়োজনে লিলিয়ন ফন্ডস ও সি ডি ডি এর সহযোগিতায় চাইল্ড ইম্প্রওয়ারমেন্ট প্রোগ্রাম বাস্তবায়নে অনুষ্ঠানে প্রতিবন্ধীদের চিত্রাংকন প্রতিযোগিতা, নৃত্য, মায়েদের চেয়ার খেলা, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সংস্থাটির প্রশাসনিক কর্মকর্তা (অর্থ) মোকারম হোসেন মানিক। বক্তব্য রাখেন, পার্বতীপুর শহরের রোস্তম নগরের বিসমিল্লাহ ফিজিওথেরাপী সেন্টারের পরিচালক মোঃ ইনামুল হক (চার্চিল) ও দৈনিক উত্তর বাংলা পত্রিকার পার্বতীরপুর প্রতিনিধি বদরুদ্দোজা বুলু। অনুষ্ঠানটি সঞ্চালন করেন সংস্থাটির ফিজিও সাজ্জাদুর রহমান সাজ্জাদ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।