Type Here to Get Search Results !

ফেসবুক-ইনস্টাগ্রামের সার্ভার ডাউন, স্বয়ংক্রিয় লগআউটে আতঙ্ক

চিলাহাটি ওয়েব ডেস্ক : বিশ্বজুড়ে মেটা আওতাধীন ফেসবুক, ইন্সটাগ্রাম ও থ্রেডসের সার্ভার ডাউন হতে দেখা গেছে। হঠাৎ করেই ব্যবহারকারীরা লগ-আউট হয়ে পড়েন। এরপর লগইন করার চেষ্টা করলেও তা সম্ভব হয় না।
মঙ্গলবার (৫ মার্চ) রাত সোয়া ৯টা থেকে এ সমস্যা শুরু হয়। হঠাৎ এমন লগআউট এবং পুনরায় লগইন করতে না পেরে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন ব্যবহারকারীরা। মঙ্গলবার (৫ মার্চ) রাত ৯টার পর এক্স হ্যান্ডলে এ সমস্যার কথা জানাতে থাকেন ব্যবহারকারীরা। প্রযুক্তি ওয়েবসাইট ডাউন ডিটেক্টরও ফেসবুক ব্যবহারে সমস্যার কথা নিশ্চিত করেছে।
নিজের আইডি হ্যাকারের কবলে পড়লো কি না, তা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় পড়েছেন। ব্যবহারকারীরা একে-অপরের কাছে খোঁজ নিচ্ছেন।
ইন্সটাগ্রাম ব্যবহারকারীরা জানান, ফেসবুকের মতো অ্যাকাউন্ট লগ আউট না হলেও ফিড রিফ্রেশ হচ্ছে না এবং লোড নিচ্ছে না।
অন্যদিকে, থ্রেডসও সম্পূর্ণ ডাউন বলে মনে হচ্ছে। অ্যাপটি খোলার পর একটি ত্রুটি বার্তা প্রদর্শন করে যেখানে লেখা আছে, ‘দুঃখিত, কিছু ভুল হয়েছে। আবার চেষ্টা কর।’ তবে মেটার মালিকানাধীন একমাত্র হোয়াটসঅ্যাপ এখনও কাজ করছে বলে ব্যবহারকারীরা জানিয়েছেন।
এ বিষয়ে মেটা কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি।