শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ থানা পুলিশ ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া এলাকা থেকে ১৩ জন জুয়ারু ও ১ জন মাদক কারবারী কে গ্রেফতার করেছে।
পীরগঞ্জ থানার এস.আই রতন, মিরাজ, সজল বসাক ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে শুক্রবার রাতে ১৩ জুয়ারু ও ১ মাদক কারবারীকে ২০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মোট ১৪ জন কে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন- সেনুয়া গ্রামের হুমায়ুন আলী (২৪), সুরুজ আলী (২৫), জসিম উদ্দীন (২৪), রতন কুমার (৪৮), সাদেকুল ইসলাম (৪০), নুরজামাল (৪০), মশিউর রহমান (৩৬), তালেব (৪৮), শামসুল হক (৫৬), চৈতু (৩৭), দুলাল হোসেন (২৮), এনতাজুল (৩৮), বসির উদ্দীন (৫২) ও মাদক কারবারী সুজন (৩৫)। গ্রেফতারকৃত দের কে শনিবার ঠাকুরগাঁও আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।