উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুর উপজেলার শান্তিপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এস. এম আলম হোসেনের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার বিদ্যালয়ের সহকারি শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকরা তাঁকে বিদায় জানান।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, এসএমসির সভাপতি রিয়াজুল ইসলাম। সহকারি শিক্ষক হাফিজুর রহমান সেলিমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহ-সভাপতি সোনাউল্ল্যাহ মিয়া, বিদায়ী প্রধান শিক্ষক এস. এম আলম হোসেন, আরিফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম আনছারী, কালুডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সিতেন্দ্রনাথ বর্মন, দড়ি কিশোরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহসান হাবীব, প্রাক্তন ছাত্র নুর আলম প্রমূখ।
এ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিদায়ী শিক্ষক এস. এম আলম হোসেন ১৯৮১ সালের ২৬ জানুয়ারি চাকুরিতে যোগদান করে গত ১৫ ফেব্রুয়ারি বর্ণাঢ্য চাকুরিজীবন শেষ করে অবসর গ্রহণ করেন।
তাঁকে বিদ্যালয়ের শিক্ষক, কচিকাচা শিক্ষার্থী, প্রাক্তন ছাত্র-ছাত্রী, অভিভাবক ও
বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় অশ্রুসিক্ত বিদায় জানান