ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : জেলার পলাশবাড়ীতে একটি পিকআপ ভ্যান থেকে ৩৯৭ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক করেছে র্যাব ১৩।
আটকরা হলেন গাড়িচালক মিয়া রংপুরের কোতয়ালীর ডেওডোবা নেকারপাড়া গ্রামের মৃত আব্দুস সালাম মিয়ার ছেলে ও আমিনুল ইসলাম রতন মিয়া (৩০) ও পঞ্চগড়ের বোদা উপজেলার কমলা পুকুরী গ্রামের আইয়ুব আলীর ছেলে আমিনুল ইসলাম (৪২)।
বুধবার (২১ ফেব্রুয়ারি) র্যাব-১৩, গাইবান্ধা ক্যম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) র্যাব-১৩, গাইবান্ধা ক্যম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদে পলাশবাড়ীর মাঠেরহাট এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একটি পিকআপ ভ্যান তল্লাশি করে ৩৯৭ বোতল ফেনসিডিলসহ ওই দুইজনকে গ্রেফতার করা হয়েছে। সেই সাথে গাড়িটিও জব্দ করা হয়।
র্যাব-১৩, গাইবান্ধা ক্যম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এদেরকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়।