Type Here to Get Search Results !

খানসামায় আসছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা

এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম দিনাজপুরের খানসামা উপজেলায় সরকারি সফরে আসছেন। মঙ্গলবার সকালে তিনি সফরে আসবেন বলে নিশ্চিত করেছেন ইউএনও তাজ উদ্দিন। প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টার একান্ত সচিব মুকতাদির আজিজ, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও উপজেলা পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ১১টার দিকে খানসামা উপজেলার আংগারপাড়া ইউনিয়নের সূবর্ণখুলী মুশাহার পাড়া এলাকায় সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্প পরিদর্শন ও মতবিনিময় সভায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম। এই সময় রংপুর বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ড. সৈয়দ মাসুম আহমেদ চৌধুরী, এনডিসি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ, জেলা প্রশাসক শাকিল আহমেদসহ জেলা প্রশাসন, পুলিশ কর্মকর্তারাসহ সংশ্লিষ্টরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তাঁর আগমন উপলক্ষে আজ সোমবার বিকেলে উপজেলার আংগারপাড়া ইউনিয়নের সূবর্ণখুলী এলাকায় তৈরী মঞ্চ, সাজসজ্জা ও সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন ইউএনও তাজ উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন খানসামা পল্লী বিদ্যুতের এজিএম ইফতেখার আহমেদ। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টাকে খানসামা উপজেলায় স্বাগতম জানাতে উপজেলা প্রশাসন, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন পরিষদসহ সংশ্লিষ্টরা প্রস্তুতি নিয়েছে। এই বিষয়ে খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম মহোদয়ের আগমন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান সফল করার লক্ষ্যে উপজেলা প্রশাসন ও দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
বিভাগ