Type Here to Get Search Results !

উলিপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। 
সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাষক স. ম আল মামুন সবুজ। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান, উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, উলিপুর কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা উম্মে হাবিবা পলি, সাতদরগাহ্ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক তপন সেনগুপ্ত, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী উপজেলা শাখার সহ-সভাপতি পার্থ সারথী সরকার, কার্যকরী সদস্য মিনহাজ আহম্মেদ মুকুল, শিক্ষক, সাংবাদিক, শিল্পী সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন।
বিভাগ