Type Here to Get Search Results !

পলাশবাড়ীতে প্রতিবন্ধী সেবা সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : জেলার পলাশবাড়ীতে প্রতিবন্ধী সেবা সংস্থা (প্রসেস) এর নবম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। 
উপজেলার ও পৌর এলাকার ২ শতাধিক প্রতিবন্ধিদের নিয়ে এ কর্মসুচীর মধ্যে ছিল আলোচনা সভা ,ক্রীড়া প্রতিযোগিতা ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ। এ উপলক্ষে পলাশবাড়ী প্রতিবন্ধী সেবা সংস্থা (প্রসেস) এর আয়োজনে শনিবার সকালে স্থানীয় এসএমবি আদর্শ বহুমুখি স্কুল এন্ড কলেজ মাঠে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিউল ইসলাম মন্ডল। এর আগে স্বাগত বক্তব্য রাখেন, পলাশবাড়ী প্রতিবন্ধী সেবা সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক জাকারিয়া মাসুদ জলিল মন্ডল। পরে অতিথিবৃন্দ প্রতিবন্ধীদের মাঝে শীতবন্ত্র বিতরণ করেন। এ সময় প্রতিবন্ধীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ প্রতিবন্ধীদের মাঝে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালন করেন শাহ মোহাম্মাদ মোজা‌হিদ আনোয়ার রিন্টু।
বিভাগ