Type Here to Get Search Results !

পীরগঞ্জে সংসদ সদস্যকে গণসংবর্ধনা

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁও ৩ আসনের জাতীয় সংসদ সদস্য এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হফিজ উদ্দিন আহম্মেদকে গণ সংবর্ধনা দেওয়া হয়েছে। 
জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় পীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টি এ গণসংবর্ধনার আয়োজন করেন। শুক্রবার বিকেল ৩ টায় হাফিজ উদ্দিন আহম্মেদ এর বাণিজ্যিক কার্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়। ওই সময় পীরগঞ্জ ও রাণীশংকৈল দুই উপজেলার জাতীয় পার্টির নেতা-কর্মী সহ সামাজিক, রাজনৈতিক সংগঠন সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে গণ সংবর্ধনা দেওয়া হয়। তিনি ৫ বারের সংসদ সদস্য, ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান সহ রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করেন তার কর্মময় জীবনে।
বিভাগ