আপেল বসুনীয়া, চিলাহাটি (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারী জেলার চিলাহাটিতে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। গতকাল রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই মনিরুল ইসলাম এবং এ.এস.আই মুহিদ সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে চিলাহাটি স্টেশন রোড হইতে মৃত. আব্দুল জব্বার এর ছেলে মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম নজুকে ৫৮ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন।
চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের এ.এস.আই মুহিদ জানান- ডোমার থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব আবু সাইদ স্যারের দিক নির্দেশনায় এবং চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্র এর ইনচার্জ পুলিশ পরিদর্শক জনাব মো: মশিউর রহমান এর নেতৃত্বে আমরা এ অভিযান পরিচালনা করি। গ্রেফতারকৃত নজু দীর্ঘ দিন যাবত এলাকায় মাদক ব্যাবসা করে আসিতেছিল।