Type Here to Get Search Results !

এক সাথে ৫ শিশুর বিষ পান

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : জেলার পলাশবাড়ীতে খেলতে গিয়ে এক সাথে বিষ পান করেছে ৫ শিশু। অসুস্থ শিশুদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 
ঘটনাটি ঘটেছে ১ লা জানুয়ারি সোমবার বিকেলে উপজেলার কিশোরগাড়ী ইউপির সুলতানপুর বাড়াইপাড়া গ্রামে। অসুস্থ শিশুরা হলেন বাড়াইপাড়া গ্রামের গোলাম আযমের ছেলে আবু বক্কর( ৪), হবিবর রহমানের ছেলে তামিম (৩), হামিদুলের মেয়ে মরিয়ম (৪),,হাবিলের ছেলে নাজিম (৪) ও জেলালের মেয়ে জাফরিন (৩)। পারিবারিক সুত্রে জানাযায়, একই গ্রামের জনৈক হামিদুল জমিতে বিষ প্রয়োগ শেষে বিষের বোতল ঘড়ের বেড়ার সাথে রাখে।খেলতে খেলতে ওই ৫ শিশু বিষের বোতল খুলে হাতের তর্জুনিতে নিয়ে মুখে দেয়। বিষয়টি শিশুদের অভিভাবকরা দেখতে পেয়ে চিকিৎসার জন্য তাকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। কর্তব্যরত চিকিৎসক জানান হাসপাতালে নিয়ে আসায় শিশুরা এখন সঙ্কা মুক্ত।ইনজেকশন স্যালাইন দেয়া হয়েছে। আশা করি দ্রুত সেরে যাবে।
বিভাগ