Type Here to Get Search Results !

বিরামপুরে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনার্থে মোবাইল কোর্ট

ইব্রাহীম মিঞা,বিরামপুর ( দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর-৬ আসনে জাতীয় সংসদ নির্বাচনে বিরামপুর উপজেলার নির্বাচনী আচরণবিধি প্রতিপালনার্থে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন। 
রবিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় বিরামপুর উপজেলার বিভিন্ন স্থানে কোন প্রার্থী অথবা সমর্থকদের দ্বারা কোন নির্বাচনী আচরণবিধি যেন লঙ্ঘন না হয় এ উপলক্ষে বিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন প্রতিদিনের ন্যায় মোবাইল কোর্ট পরিচালনা করেন।এসময় বিরামপুর কুঁচিয়ামোড় এলাকাসহ বিরামপুর রেলগেট নবাবগঞ্জ রোড এলাকায় বিদ্যুতের খুঁটিতে লাগানো পোষ্টার তুলে ফেলেন এর পাশাপাশি স্থানীয় চায়ের দোকানীসহ স্থানীয়দের বলেন এভাবে পোষ্টার লাগানো যাবে না পোষ্টার দড়ি দিয়ে ঝুলানোর কথা বলেন এবং এভাবে কেউ পোষ্টার লাগাতে চাইলে তাঁদের নিষেধ করার কথা বলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার লক্ষ্যে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনার্থে মোবাইল কোর্ট পরিচালনায় সহকারী কমিশনার ( ভূমি) মুরাদ হোসেনকে সহযোগিতা করেন বিরামপুর থানা পুলিশ।
বিভাগ