আফজাল হোসেন, ফুলবাড়ী, প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রাজারামপুর চৌধুরীপাড়া গ্রামে প্রতিক্ষরা ০৫ শতক জমিতে লাগানো ভুট্টা ক্ষেত কেটে ফেলেন। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির রাজারামপুর চৌধুরীপাড়া গ্রামের মৃত আবু ইলিয়াস চৌধুরীর পুত্র মোঃ শরিফুল ইসলাম মিঠুর গত ১৬/০১/২০২৪ইং তারিখে ফুলবাড়ী থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬/০১/২০২৪ইং তারিখে সন্ধ্যা মোঃ শরিফুল ইসলাম মিঠু রাজারামপুর মৌজার জেএল নং-১২১, খতিয়ান নং- এসএ ২৬ ও ৩১৫ এবং দাগ নং-০৯ ও ৩১, জমির পরিমান-৪ একর। উক্ত জমিতে উন্নত মানের ভুট্টা চাষ করেন। এর মধ্যে ০৫শতক জমির ভুট্টা কেটে ফেলেন প্রতিক্ষক একই গ্রামের মোঃ হারিছুল ইসলাম, পিতা: মৃত রাজা নাসির উদ্দীন চৌধুরী; মোঃ আব্দুর সালাম চৌধুরী, পিতা: খাজা নাজিমুদ্দীন চৌধুরী; উভয়ের সাং-রাজারামপুর চৌধুরীপাড়া, মোঃ রাজু, পিতা: মোঃ এনামুল সাং রাজারামপুর মৎস পাড়া, উপজেলা: ফুলবাড়ী, জেলা: দিনাজপুর। তাদের সাথে দীর্ঘদিন ধরে জমিজমার বিরোধকে কেন্দ্র করে আদালতে মামলা চলমান রয়েছে। মোঃ শরিফুল ইসলাম মিঠু গত ১৬/০১/২০২৪ইং তারিখে সন্ধ্যায় খবর পেয়ে জমিতে গিয়ে দেখেন কে বা কাহারা জমিতে লাগানো ভুট্টা কেটে ফেলে দেয়। এতে তার ১৫হাজার টাকার অধিক ক্ষতিসাধণ হয়। সরকার যেহেতু খাদ্য উৎপাদনে কৃষকদেরকে সহযোগীতা করছেন। ঠিক সেই মুহুর্তে কে বা কাহারা এই ভুট্টা ক্ষেত নষ্ট করে দেন। এ ব্যপারে মোঃ শরিফুল ইসলাম মিটু জানান, অতি কষ্ঠে আমি ঐ জমিতে অধিক ফসল ফলানোর জন্য উন্নত মানের ভুট্টা চাষ করি। কিন্তু প্রতিপক্ষরা আমার জমিতে লাগানো ভুট্টা ক্ষেত নষ্ট করে দেয়। এ ব্যাপারে আমি আইনগত ব্যবস্থা নিয়েছি। উপজেলা কৃষি কর্মকর্তা নিকট বিষয়টি অবগত করেছি। আমার পিতার পয়ত্রিক সম্পত্তি দখল করার লক্ষে প্রতিপক্ষরা উঠেপড়ে লেগেছে।