চিলাহাটি ওয়েব ডেস্ক : চারদিকে কনকনে শীত সাথে কুয়াশা। সারাদেশে যেমন শীতের প্রকোপ বেড়েছে, তেমনি বেড়েছে গরিব-দুঃখী মানুষের দুর্ভোগ
ছিন্নমূল অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছেন ডিফেন্স অফিসার হাউজিং সোসাইটি (DOHS)।
ঢাকা মহাখালী DOHS ক্লাবের উদ্যোগে গতকাল শনিবার রাতের আঁধারে নীলফামারী জেলার চিলাহাটি ও দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অসহায়, ছিন্নমূল ও হত-দরিদ্রদের বাড়ী-বাড়ী ও বিভিন্ন মাদ্রাসা এবং এতিমখানায় গিয়ে সর্বমোট ১১০০ শীতবস্ত্র বিতরণ করা হয়।