মাজহারুল ইসলাম লিটন,ডিমলা(নীলফামারী) : নীলফামারীর ডিমলায় শনিবার বিকেলে ডিমলা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যান সমিতি ঢাকার আয়োজনে ও জেলা পুলিশ নীলফামারীর সহযোগিতায় ৫শ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র(কম্বল)বিতরন করেন, নীলফামারী পুলিশ সুপার মোঃ গোলাম সবুর,পিপিএম-সেবা।
এ সময় উপস্থিত ছিলেন,মোঃ সিরাজুল ইসলাম পিপিএম(বার)অবসরপ্রাপ্ত সিনিয়র ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য, বিআরপিওডব্লিউএ, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, ডিমলা থানার ওসি দেবাশীষ রায়, ডিমলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান ও ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন প্রমুখ।