Type Here to Get Search Results !

রাজারহাটে প্রেসক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ

রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে দুঃস্থ ও অসহায় শীতার্তদের মাঝে ৩০০ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার(১১জানুয়ারী) সকাল ১১টায় প্রেসক্লাব রাজারহাটের আয়োজনে প্রেসক্লাব চত্বরে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়। বিশেষ অতিথি ছিলেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান। প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলামের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি এসএ বাবলু, সাবেক সভাপতি উপাধ্যক্ষ সাজেদুর রহমান মন্ডল চাঁদ, সহসভাপতি এম আজিজুল হক, যুগ্ন সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, জেলা পরিষদ সদস্য ও কোষাধ্যক্ষ মোঃ এনামুল হক এবং সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমূখ।
বিভাগ