এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : এই কনকনে শীতে দরিদ্র শীতার্তদের পাশে দিনাজপুরের খানসামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম।
বুধবার (১০ জানুয়ারী) বিকেলে উপজেলার বাসুলী, জাহাঙ্গীরপুর গোবিন্দপুর, মাদারডাংগা ও টংগুয়া এলাকায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন এসআই ইবনে ফরহাদ, এসআই দিবাকর রায় ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
ওসি মোজাহারুল ইসলাম বলেন, বাংলাদেশ পুলিশের নির্দেশেনা অনুযায়ী শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সামর্থ্যবানরা নিজ নিজ এলাকায় এগিয়ে আসলে এই শীত গরীব ও ছিন্নমূল মানুষের জন্য কষ্টের হবে না।
আবহাওয়া অফিসের তথ্য মতে, আজ বুধবার খানসামায় সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৯৫ শতাংশ। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বিপর্যস্ত উত্তরের মানুষের জনজীবন।