Type Here to Get Search Results !

চিলাহাটি-ডোমার রেলপথে রেললাইন ফাটল

চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটি -ডোমার রেলপথের রেল লাইন ফেটে যাওয়ায় ট্রেন চলাচলের বিঘ্ন ঘটেছে।
আজ মঙ্গলবার সকালে ডোমার রেলস্টেশন সামনে চিলাহাটি রুটে রেললাইন ফেটে যাওয়াও এ সমস্যার সম্মুখীন হয় ট্রেনগুলি।
 রাজশাহী থেকে চিলাহাটির উদ্দেশ্যে আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি আসার সময় আনসার বাহিনীর সদস্যরা লাল ফ্লাগ দেখিয়ে ট্রেন থামায় এবং পরবর্তীতে ট্রেনটি স্লো করে পার করানো হয়। রিপোর্ট লেখা পর্যন্ত রেল লাইনটি এ অবস্থায় পড়ে আছে।