Type Here to Get Search Results !

আধুনিকভাবে লাভজনক আখ-ফসল চাষ শীর্ষক মাঠ দিবস পালন

মাহমুদ আহসান হাবিব, ঠাকুরগাঁও : আখের সাথে সাথী ফসল কৃষকের মুখে হাসি ডবল 'এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে আধুনিক প্রযুক্তিতে আখ ফসল চাষাবাদ শীর্ষক মাঠ দিবস পালিত হয়েছে।
ঊাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট এর আয়োজনে শনিবার দুপুরে জেলার পীরগঞ্জ উপজেলার ভোমরাহ গ্রামে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এ সময় কৃষকদের সাথে মতবিনিময় ও মাঠ পরিদর্শনের মাধ্যমে কৃষকদের আখ চাষে উদ্বুদ্ধ করেন বৈজ্ঞানিক কর্মকার্তা ও প্রকল্প পরিচালক এর ড: মো আবু তাহের সোহেল ।
মাঠ দিবসে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন (বিএসআরআই) এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও স্টেশন ইনচাজ আনিসুর রহমান, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা সোহরাব আলী, ঠাকুরগাও সুগার গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী, আখ চাষী ও কৃষকরা।
উল্লেখ্য, আখ একটি দীর্ঘমেয়াদী ফসল, সে কারণে সাথী ফসল হিসেবে বিভিন্ন মসলা, ডাল জাতীয় শস্য ও আলু চাষের পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা করছে ঠাকুরগাঁও সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট।
বিভাগ