এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলায় চলতি বছরে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল পাচ্ছে ২৩ হাজার শিশু।
বুধবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে অবহিতকরণ সভা-২০২৩ অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মলয় কুমার কুন্ডুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শামসুদ্দোহা মুকুল, মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. আসিফ জাহান পিয়াস খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান হারুন, সাংবাদিকবৃন্দ, ইমাম প্রতিনিধি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাগণ।
উল্লেখ্য, আগামী ১২ ডিসেম্বর উপজেলার ১৪৬ টি সেন্টারে ৬ মাস হতে ১১ মাস বয়সী ২৫০০ জন ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২০৬৭০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে এবং শিশুদের খাদ্য তালিকায় ভিটামিন 'এ' যুক্ত খাবার রাখতে অভিভাবকদের সচেতনতা ক্যাম্পেইন পরিচালিত হবে।