ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর জেলার বিরামপুরে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্প অভিযান চালিয়ে একটি শুটার গান ও ২ রাউন্ড গুলিসহ ১ জনকে আটক করেছে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল আনুমানিক ৪.৩০ ঘটিকার সময় বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, জয়পুরহাট আঃ জব্বারের (৪০) বসতবাড়িতে অভিযান চালিয়ে একটি শুটার গান ও ০২ রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করে।
আঃ জব্বার দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের খিয়ারমাহমুদপুর গ্রামের দছিমুদ্দিনের ছেলে ।
পরবর্তীতে আটককৃত আঃ জব্বারের বিরুদ্ধে বিরামপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।
মামলা নং -২২ এবং আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন বিরামপুর থানা পুলিশ।