Type Here to Get Search Results !

বিরামপুরে প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ইব্রাহীম মিঞা,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংস নির্বাচন ২০২৪ উপলক্ষে বিরামপুর উপজেলায় প্রিজাইডিং,সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর)বিরামপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসমিন আওন এর সভাপতিত্বে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট, আগারগাঁও,ঢাকার আয়োজনে দিনাজপুর সিনিয়র জেলা নির্বাচন অফিসারের বাস্তবায়নে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিরামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আলী বলেন, উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪৯ হাজার ৩ শত ৪৭ জন। মোট ভোট কেন্দ্র ৬০টি।প্রিজাইডিং অফিসার ৬০ জন, সহকারী প্রিজাইডিং ৩ শত ৬৪ জন,পোলিং অফিসার ৭ শত ২৮ জন। মোট কেন্দ্রের কক্ষ সংখ্যা ৩ শত ৬৪ টি।
এই প্রশিক্ষণ কর্মশালায় দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক দেবাশীষ চৌধুরী, সিনিয়র জেলা নির্বাচন অফিসার কামরুক্তঙ্কান,অতিরিক্ত জেলা পুলিশ সুপার মমিনুল করিম, সহকারী পুলিশ সুপার মঞ্জুরুল ইসলাম সহকারী কমিশনার ভুমি মুরাদ হোসেন ওসি সুব্রত কুমার সরকারসহ প্রমুখ।
বিভাগ