Type Here to Get Search Results !

নারী নির্যাতনের প্রতিরোধ দিবস উপলক্ষে গাইবান্ধায় মানববন্ধন

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে শহরের ডিবি রোডে এ মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন- গাইবান্ধা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নার্গিস জাহান, অতিরিক্তি জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সুশান্ত কুমার মাহাতো, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল আউয়াল, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, উপাধ্যক্ষ জহুরুল কাইয়ুম, গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি কে.এম রেজাউল হক, সাংবাদিক আফতাব হোসেন প্রমুখ।
বিভাগ