ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (৬ ডিসেম্বর) জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে শহরের ডিবি রোডে এ মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন- গাইবান্ধা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নার্গিস জাহান, অতিরিক্তি জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সুশান্ত কুমার মাহাতো, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল আউয়াল, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, উপাধ্যক্ষ জহুরুল কাইয়ুম, গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি কে.এম রেজাউল হক, সাংবাদিক আফতাব হোসেন প্রমুখ।