শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : বৃহস্পতিবার পীরগঞ্জ পৌর এলাকা সহ ১০টি ইউনিয়নে ২ হাজার ৬শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে উপসী ধান বীজ বিতরণ করা হয়েছে। আরও ২ হাজার ১শ জন কৃষকের মাঝে হাইব্রিড ধান বীজ বিতরণ করা হবে। উপজেলা কৃষি অফিস থেকে এসব বিতরণ করা হয়। প্রতি কৃষকের মাঝে উপসী ধানের ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
বিতরণ কালে উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাইফুল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ লায়লা আরজুমান বেগম, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ নিহা রঞ্চন রায়, কৃষিবিদ ইশরাত জাহান লিমা, উপসহকারী কৃষি কর্মকর্তা পংকজ কুমার, আব্দুর রহিম, মোফাজুল হক, অন্যান্য উপসহকারী কর্মকর্তা, কৃষক, গণমাধ্যম কমীর্ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিনামূল্যে ধান বীজ ও সার পেয়ে কৃষকরা বেশ খুশি।