Type Here to Get Search Results !

পীরগঞ্জে ৪ জয়িতাকে সম্মাননা প্রদান

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে ৪ জন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়। ভাল কাজের স্বীকৃতি হিসেবে ওই ৪ গুণী নারীকে ক্রেস্ট উপহার দেওয়া সহ তাদেরকে অভিনন্দন জানায় উপজেলা প্রশাসন।
জয়িতারা হলেন, অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নিলুফা ইয়াসমিন, সকল জননী নারী রোকেয়া বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা সারমিন আক্তার ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় উষা রানী রায়।
১০ ডিসেম্বর আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন সেখানে আলোচনা সভার আয়োজন করেন।
বক্তব্য দেন- উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি দেলোয়ারা খাতুন বুলবুল, সহকারী শিক্ষা অফিসার শাহজাহান প্রমুখ।
উক্ত সভায় রাজনৈতিক দলের নেতাকর্মী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা—কর্মচারী, সংবাদ কমীর্, সুশীল সমাজ সহ বিভিন্ন শ্রেণি পেশার নারীরা উপস্থিত ছিলেন।
বিভাগ