আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : নীলফামারীর জেলার চিলাহাটিতে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে ভোগাডাবুড়ি ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে চিলাহাটি বাজারের প্রধান সড়ক প্রক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা অফিস কার্যালয়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।
ভোগডাবুরী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি এ.কে.এম শাহদাৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- ভোগডাবুড়ি ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের আহব্বায়ক আব্দুল জব্বার কানু, ভোগডাবুরী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড উপদেষ্টা শহিদুল হোসেন লিটন, সহ-সভাপতি একেএম জাহাঙ্গীর বসুনীয়া রাসেল, শিরিন মমতাজ মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম প্রমূখ্য।
ভোগডাবুড়ি ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের আহব্বায়ক আব্দুল জব্বার কানু জানান, ১৯৭১ সালের ৫ ডিসেম্বর উপজেলার বাণিজ্যিক শহর হিসেবে খ্যাত চিলাহাটি হানাদার মুক্ত হয়। দিবসটি পালনে আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, তাঁদের সন্তানসহ সকল স্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।