ছাগেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : চিরনিন্দ্রায় শায়িত হলো সাংবাদিক দম্পতি আমিরুল ইসলাম কবির ও লাকী আক্তারের একমাত্র পুত্র আবির আহম্মেদ।
গত ২৯ ডিসেম্বর শুক্রবার রাতে বসতঘরে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করে। আবির আহম্মেদ এর নামে একাধিক মামলা থাকায় তার মরদেহ ময়না তদন্ত শেষে আজ শনিবার বাদ আসর নামাজে জানাজা শেষে বৈরীহরিণমারী গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সিনিয়র সাংবাদিক আমিরুল কবিরের পুত্র আবির আহম্মেদ (২৫) এর অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন গণমাধ্যমকর্মীরাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
উল্লেখ্য,আবির আহম্মেদ এর বিরুদ্ধে পলাশবাড়ী, সুন্দরগঞ্জ,গাইবান্ধা সদর থানায় একাধিক সন্ত্রাস ও নাশকতা সহিংসতার মামলা রয়েছে। এ মামলা গুলো বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে বলে জানা যায়।