ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাইবান্ধায় ২২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা কাজী নাহিদ রসুল।
স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার নিমিত্তে ইন এইড টু দ্যা সিভিল পাওয়ার এর আওতায় আজ ২৯ ডিসেম্বর ২০২৩ তারিখ থেকে আগামী ১০ জানুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত নির্বাচনী এলাকায় শান্তি-শৃংখলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।