Type Here to Get Search Results !

গাইবান্ধায় বসবাসরত পুলিশ বীর মুক্তিযোদ্ধাগণকে সংবর্ধনা

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি,চিলাহাটি ওয়েব:- গাইবান্ধা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলশেডে ১৮ ডিসেম্বর সোমবার মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গাইবান্ধা জেলায় বসবাসরত অকুতোভয় সকল পুলিশ বীর মুক্তিযোদ্ধাগণদের ফুলেল শুভেচ্ছা, উপহারসহ সংবর্ধনা প্রদান করেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন। 
এসময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল)আবদুল্লাহ আল-মামুন,অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) ধ্রুব জ্যোতির্ময় গোপ বিপিএম সহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এবং জেলা বসবারত বীর পুলিশ মুক্তিযোদ্ধাগণ ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিভাগ