মাজহারুল ইসলাম লিটন, ডিমলা(নীলফামারী) : নীলফামারীর ডিমলায় পাক হানাদার
মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
১৯৭১ সালের ১১ ডিসেম্বর ডিমলা উপজেলার ১০টি ইউনিয়নকে পাকিস্থানী
হানাদার বাহীনির হাত থেকে বাংলাদেশের স্বাধীনতাকামী বীরমুক্তিযোদ্ধারা সারা
দেশের ন্যায় ডিমলাকে মুক্ত করেছিল।
সোমবার সকালে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা
অডিটরিয়ামে পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে ডিমলা উপজেলা আওয়ামীলীগ ও
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে আলোচনা সভায় ডিমলা উপজেলা
নির্বাহী কর্মকর্তা নুর ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা
পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নীরেন্দ্রনাথ
রায়, ডিমলা উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সামছুল হক,
উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা
মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ।