আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে বাংলাদেশ কিন্ডার গার্টেন শিক্ষা বোর্ডের বৃত্তি পরীক্ষা সমাপ্ত হয়েছে।
গতকাল শনিবার চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে সকালে গণিত এবং বিকেলে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষার মধ্য দিয়ে এ বৃত্তি পরীক্ষা সমাপ্ত হয়। এতে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৩৪ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।
এর আগে শুক্রবার সকালে বাংলা এবং বিকালে ইংরেজি পরীক্ষার মধ্য দিয়েই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন সানমুন কিন্ডার গার্টেন এর প্রতিষ্ঠাতা সাফিক ডিয়ার এবং হল সুপারের দায়িত্ব পালন করেন ডোমার মুক্তিযোদ্ধা স্মৃতি কিন্ডার গার্টেন এর ভাইস প্রিন্সিপাল নুর আলম সিদ্দিকী।