Type Here to Get Search Results !

সৈয়দপুরে শার্পের ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : নীলফামারীর সৈয়দপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা শার্পের ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (১৯ নভেম্বর) বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে সমৃদ্ধি কর্মসূচির আওতায় বিশেষ চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান জুন।
সৈয়দপুর মরিয়ম চক্ষু হাসপাতালের সহযোগিতায় ১১০ জন রোগীর বিনামূল্যে ব্যবস্থাপত্র প্রদান করা হয় এবং ৩৫ জন রোগীর ছানি অপারেশন করা হয়। ক্যাম্পে উপস্থিত ছিলেন সংস্থার সহকারী পরিচালক (প্রশিক্ষণ) মোস্তাহার-উল আলম, ইপিসি জনাব আব্দুস সালাম সহ সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, শার্প সংস্থা সমৃদ্ধি কর্মসূচির মাধ্যমে বোতলাগাড়ী ইউনিয়নে ০৬টি চক্ষু ক্যাম্পে প্রায় ১০০০ চোখের রোগীকে বিনামূল্যে বিভিন্ন ব্যবস্থাপত্র প্রদানসহ ১৮৬ জন রোগীর চোখের ছানি অপারেশন করা হয় ।
বিভাগ