আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : উত্তরের সীমান্তবর্তী চিলাহাটি রেলওয়ে স্টেশন থেকে যাত্রী সেবার জন্য আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে উদ্ভোধন হয়ে গেলো বেসরকারী কম্পানী "সেবা" সংস্থার সেবা সার্ভিস।
আজ বুধবার ভোর পাঁচটায় চিলাহাটি রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটির যাত্রার মাধ্যমে "সেবা" সংস্থার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
চিলাহাটি রেলওয়ে স্টেশন মাস্টার রুহুল আমিন সেবার অ্যাটেনডেন্সদের ফুল দিয়ে স্বাগত জানান।
এ সময় উপস্থিত ছিলেন চিলাহাটি উদ্বতন উপ-সহকারী প্রকৌশলী (টিএক্সআর) এর এসএসই গোলদার হোসেন,রেলওয়ে নিরাপত্তা বাহিনী চিলাহাটি ইউনিটের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মোহাম্মদ নেসারুজ্জামান, সিপাহী সাজ্জাদ হোসেন, রেলওয়ে চিলাহাটি বুকিং সহকারি আবু কাওসার প্রমুখ।