Type Here to Get Search Results !

চিলাহাটিতে সাংবাদিকদের সঙ্গে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী জনির মতবিনিময় সভা

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী -১ (ডোমার-ডিমলা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার ইমরান চৌধুরী জনি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। বুধবার (১৫ নভেম্বর) রাতে চিলাহাটি রেলওয়ে স্টেশন বিশ্রামাগারে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যারিস্টার ইমরান চৌধুরী জনি নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের মনোনয়ন প্রত্যাশা করেন। তিনি বলেন- সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করছি। এলাকার অধিকাংশ দলীয় জনপ্রতিনিধি ও নেতাকের্মী আমার সাথে আছেন। আশা করি আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা আমার কাজের মুল্যয়ন করবেন। এমপি হতে পারলে সবাইকে নিয়ে অবহেলিত জনপদটি উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলবো। এ সময় উপস্থিত ছিলেন- চিলাহাটি প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল হোসেন মঞ্জু, সহ-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আপেল বসুনীয়া। এছাড়াও সাংবাদিক রাব্বি হাসান, বক্তিয়ার ঈবনে জীবন, সুমন ইসলাম,চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান, ডোমার উপজেলা আওয়ামীলীগ সাবেক সহ-সভাপতি শরিফুল হক প্রামানিক, স্বেচ্ছাসেবক লীগ নীলফামারী জেলা সাবেক সফল সভাপতি কামরুল জামান, ডোমার উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাংগঠনিক সম্পাদক গোলাম মাওলা উজ্জ্বল, সমাজসেবক সাজ্জাদ চৌধুরী, বাবলু হোসেন উপস্থিত ছিলেন। ব্যারিস্টার ইমরান চৌধুরী জনি দীর্ঘদিন ধরে শিক্ষা, সামাজিক-সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহযোগীতা করে আসছেন। চেষ্টা করছেন এলাকার অসহায় অবহেলিত জনগোষ্ঠির মুখে হাসি ফোটাতে। ইতিমধ্যে আর্তমানবতার সেবা ও জনকল্যাণমুলক কাজ করে তিনি দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছেন।